চারিদিকে তাকাই
ভাবি, এখানেই তো ছিল আমার স্বপ্নের মানুষ
ভালোবাসা আর বেদনার সঙ্গী মানুষ
কিন্তু একি দেখি   ?


একটা দোয়েল, দু'টি টুনটুনি, একটি হাঁস !


ফিরে এসে দরজায় দেখব বলে
বড় আসা করে থাকি ;
সে কেন নাই    ?


তবে কি সেই প্রিয়মুখ দোয়েল,
স্বপ্নের মানুষ দু 'টি টুনটুনি
ভালোবাসা ও বেদনার সঙ্গী মানুষ একটি হাঁস ?


কি নিয়ে থাকব আজ   ?


আজ আমার বুকের মধ্যকার ঝড় তীব্রতা পেয়েছে
দোয়েলকে ইশারা করি-- শীতের ভোরে গান করেনা ;
টুনটুনি কেন গাইবে বেদনার সংগীত  ?
নিঃসঙ্গ হাঁসের কান্না ঝরে পুকুরের জলে।


চারিদিকে তাকানো তাই বেড়ে যায়,বেড়ে যায়
বুকের যন্ত্রনাও হয় তীব্রতর
বহুদূর ট্রেনের হুইসেলে যদি থামে জীবনের সংগীত!
******************************