ক্ষোভে ফুঁসে উঠে অনেকেই চলে যায়
অনেকেই ভেড়ে অচেনা বন্দরে
কিছুক্ষণ নোঙরে থেকে চেয়ে দেখে চারদিক
হিরন্ময় সকালের আলো পৌঁছা মাত্র  অলীক স্বপ্নের
আড়ালে হারিয়ে যায়, আমি চেয়ে থাকি জানালায়
বুঝতে পারি এর নাম ত্রুটি


দিনভর তাই ত্রুটি খুঁজি,বন্ধুঘরে ঢু'মেরেআসি খানিক
হায়রে বন্ধু তুমি যা চাও তা আমার আছে অথবা নেই
দিতে চাও না কেবল হামাগুড়ি দিয়ে নিতে চাও
এক দ্বার হতে বেড়িয়ে আসো আরেক দ্বারে


চাঁদ পেড়ে এনে খামছি মেরে খাও কিছুদিন
সূর্যকে লুকিয়ে রেখে অন্ধকারে ফাগুন খোঁজো
অন্তর্হিত বেদনা আবার নাইবা জাগুক
সবুজ বনানী ঘিরে ফুল আর ফসলে ঘোচায় বন্ধ্যাত্ব
******************************
টুঙ্গিপাড়া