রাস্তার শেষে কর্দমাক্ত আলের পাশে যে ধানী জমি
সে জমি আমার মা। মায়ের মমতায় ফলা ফসলে আমাদের পেট ভরে। উনুনে চড়ে ফোটে যে চাল সে চালে জোছনা মাখা।
তার সাথে পূবের বিলের শাপলা আর দেশী পুঁটির ঝোল, পঞ্চ ব্যঞ্জন কী করে উত্তম হয়?


এই আশ্বিনে নাচছে গাভীন ধানের শীষ, স্বপ্ন আগামীর। কানাকুয়া ডাকা দুঃখী রাত পেরিয়ে আসবে নবান্ন।
দেখবো, মা কেমন করে জমি হয়, কেমন করে ফসল, বেঁচে থাকবার প্রেরণা
ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসে ; তার সাথে ভাবনা যোগ হয়, হবে তো ক্ষুধার নিবৃত্তি?