কষ্ট নেবে কষ্ট
যতটুকু দেহের ঘামে ও'হৃদয় হবে নষ্ট
যতবড় আঘাত দেবে, ততটাই ফিরতি পাবে
দেখতে পাবে পষ্ট


কষ্ট নেবে কষ্ট।


মধুমতী শুকনা অতি নেই সে আগের ধারা
ওই কূলেতে ওদের বসত আহা রে সেই জারা
আছে কী আর বেঁচে বর্তে কমতো সময় নয়
পার হয়ে কি যাবো নাকি, আহা যদি দেখা হয়!
বলবোই তো জোরে সোরে এসো কষ্ট নেবে কষ্ট
আজো জ্বলে স্মরণ পারে স্মৃতির দুয়ার পষ্ট।


কিশোর বেলা আর কি আসে আর কি আসে গান
আর কি আসে হৃদয় মাঝে স্রোতের অভিমান
ফিরে যেতে চাই সে দেশে উপায় কি আর আছে!
সে দেশেতে বসত গেড়ে থাকবো তাহার কাছে।