যে রাতে তুমি ছিলে আমার মনের মেহমান
সে রাতেই আমি যতিচিহ্ন দিয়ে
আটকে দিয়েছি নদী, থামিয়ে দিয়েছি বিদ্বেষী স্রোত
প্রয়োজন নেই আর ফারাক্কা তিস্তা গঙ্গা কপোতাক্ষ বাঁধ
তখন হতেই আমি তোমাকে জানার স্বপ্ন ভুলে গেছি
ভুলে গেছি ভুল কুয়াশায় হাঁটা
কেবল তাড়িত হই
তুমি কি সেই আটকানো জলে আদর মাখানো হাঁস নাকি বুকের জমিনের ঘাস পাতা?


স্বপ্নেও ভেবেছি অনেক-


বুকে নিয়ে তুমুল অগ্নিগিরি পার হবো আগামীর সিঁড়ি
ভুল পথে মাড়িয়ে দুপুর ভেজাবো না আলুথালু মন
এমন প্রত্যয়ে এঁকেছি জমিন,
চষে গেছি ধুসর মরু
নিশ্চয়ই দেখবো অদূরে ফলে আছে বহ্নি কুসুম।
__________________________