উচ্চ সভ্যতা
==========
পাগল হয়ে যাচ্ছি
পাগল তাকিয়ে থাকে পাগলের দিক
রোজ পাগলের ভোজে যাই, ভোজ খাই
আমরা যাকে বলি সভ্যতা, উচ্চ সভ্যতা ঠিক।


ঘাটাঘাটি
======
অকাল পাঠ শেষে বিত্তবানের ছেলেপুলে
রাতের আঁধার ঘাটে, কেহ নরম ক্লান্ত দেহ
গৌতম কেতলি চায়ের
ডায়াগোনোস্টিক সেন্টারে শচীন কুড়ায় টাকা
ডাকাতি আয়ের।


উপরি
=======
সাদা কাপড়ের কসাই দেখি রোজ--
কাটে পকেট, রিপ্রেজেন্টেটিভ, ওষুধের কোম্পানি, জ্যান্ত দেহ, নদী
কালো কাপড়ের কসাই ?
রোজ কাটে খুনী, চোর-ছ্যাচড়, বদমাশ, নিরীহ, নিরপরাধী।


ভাড়া
======
ফাগুন এসেছে তাতে কি! মনে তো আসেনি
তবু ভাড়া হয় পুরোদেহ
তাবৎ লুটেরা যত লুটে নেয় নিক
হয়ত দেখতে পাবো ফাগুন নিয়ে এসেছে কেহ।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,