যখন আমার বুকের মধ্যে বৃষ্টি হলো
ধনুকের মতো বাঁকা রংধনু উঠলো মনের আকাশে
রোদ ঝলসিত একটি বিকেল কেঁদে উঠলো
বৈকালিক ভ্রমণ বিলাসী পাখিরা ভুলে গেলো গান
ওরা আমার বুকের মধ্যকার ঝমঝম বৃষ্টির গানে
বেমালুম ভুলে গেলো নিজস্বতা
জল ছুঁয়ে আমি তখন রংধনু রঙে সাজি


যখন আমার মনের ভেতরে তুমি এলে
কৈশোরে, শৈশবে নাকি জন্মাবার বহু আগে
আমি আর আমার থাকলাম না
জোছনা যেমন আমার একার নয়,রোদ্দুর নয়
সমস্ত সবুজ চত্তর, আকাশ যেমন আমার একার নয়
ছু্ঁয়ে গেলেও চোখের জল আমার একার থাকলো না
ভাগাভাগি হয়ে গেলো লেলিহান স্বাদ


আর যখন আমার আমি স্মৃতির কাছে হেঁটে যাবো!
ভাবতে পারিনা আর....
ওই চাঁদ জোছনা ছড়াবে তবু