আর আসেনা পত্র তোমার
আর আসেনা খবর কোনো
বিলাপ বেলা পার হয়েছে
পার হয়েছে স্বপ্ন দুপুর
সজল চোখের হাতছানি আর
ফেরায় না সে ফাগুন বেলা
আগুন জ্বালা মনের পরে
আগুন জ্বালা আগুন জ্বালা।


শতাব্দী গায় রোদের কুসুম
নিত্য ফোটে মনের পরে
হাওয়ায় বাজে ঠোঁটের কাঁপন
সকাল দুপুর সন্ধ্যাকালে
বাবুই পাখির বাসায় যেমন
নিত্য চলে স্বপ্ন বোনা
নিত্য চলে আদান প্রদান
ভালোবাসায় আলোর ধারা
তেমন দিনটি পার হোল যেই
পত্র আসা বন্ধ হোল
বন্ধ হোল কথার কাঁকন
বন্ধ হোল ছোঁয়ার খেলা।


কোথায় তুমি কোন সুদূরে
কেমনতর সুখটি তোমার
কেমনতর বুনছো সকাল
কোন আকাশে উড়াও ঘুড়ি
কোন পৃথিবী তোমার ভাগে
কোন চাঁদেতে জোছনা মাখো!


সত্যি হলে এসো আবার
পত্র দিও খবর দিও
আছি আমি আগের মতই
বয়সটা নয় বাড়ছে কেবল।