রেখেছি একখানা স্মৃতির পাথর
আজ হতে বহুদিন আগে ছুঁড়েছিল কেউ
অনাবাদি মলিন মুখে কিচ্ছু বলিনি
স্মৃতিরা ক্ষয়ে গিয়েছে কিনা
মনে পড়ে কিনা পুকুরের জলহাঁস এখনো বাদলের তালে তালে পাখা ঝাপটায়, উচ্ছল যৌবন রঙয়ে
মনবাড়ি ডুবে আছে কিনা !


রেখেছি ছুঁয়ে যাওয়া সেই ক্ষণ, অনন্ত বেদনার
তারা সন্ধ্যার আলোক মাখা গায়
জননীর মতো ধৈর্যের পর, লাউয়ের মাচার তল
পাশ ফেরা মধুমতী চর, নারিকেল তলা আরেকটু দূর
মলিন মুখো তীর্যক চোখ কেউ ছুঁড়েছিল
তার সাথে বিষণ্ণতা।


আরো রেখেছি খানিক
ক্ষয়িষ্ণু পদভার নিঃশব্দ অতল নাভিশ্বাস
খুব কাছাকাছি হয়েছিল কেউ


পুঞ্জিভূত শোক, শোকের কবর তারপর ;
তারপর
পুকুরের ঘাট  হিজল দুপুর টুপটাপ বৃষ্টির জল
জলে ভেজা খানিকটা সুখ দিয়েছিল কেউ।
*****************************
২৬/০৬/২০২০