বহু পথে তুমি পেলে কত উৎসাহ
তবু হিংসায় জ্বালিয়েছো দেহে দাহ
কোন সত্যের আড়ালে রেখেছো সুখ
কোন স্বপ্নরাতে ডুবিয়েছো কালো মুখ !


নতমুখে আজ বলো কেন বসে আছো
তপ্ত বাতাসে উড়িয়ে আকাশে ফানুস
কখনো কি তুমি সামান্যতম ভেবেছো ?
এখনো তো আছে শুভ স্বপ্নের মানুষ!


এই পৃথিবীর সব খেকোদের দলে
দুরন্ত লোভের হাত ঠিকই বাড়ালে
দেশপ্রেম ছেঁড়ে সুখ বেদনার ছলে
এই পৃথিবীর প্রিয়জন  গেলে ভুলে


জানো ? যত কর্ম, ফল তার পেতে হয়
বেঁচে থাকতেই এই জীবনের ধার
মোমের প্রদীপ যেই ভাবে উবে যায়
সেরূপ হবেনা পাবেনা আর নিস্তার।