বহু বিচিত্র পথেও থামে না পৃথিবীর পথ
বহু সভ্যতা বিনাশের পরও
গড়ে ওঠে সভ্যতা নতুন
বহু জীবনের সমাপ্তি হলেও
প্রতিক্ষনে জন্ম নেয় নতুন জীবন।


ইতিহাস! সেতো নিয়ত রচিত হয় আপন কক্ষপথে
বহুদিন পর, কাটে অন্ধকার ; ইতিহাস থাকে ইতিহাসে.....


রাজা যায় রাজা আসে, বয় নদী নিরবধি
চাঁদ -তারা, বাতাসের ধারা চির বহমান
স্বপ্ন ও কল্পনার সমান বাস্তব,পরম্পরা।


প্রেম আর ভালোবাসা? শাশ্বত চিরকাল ;


কেবল জন্মান্তর।
*****************************