সিঁড়ি পথে হেঁটে যেতে সাহস পাই না আর
চলে যেতে মন চায় জোছনা হাঁটা পথে
দোতলার রেলিং ধরে দাঁড়াতে পারিনা মোটে
শ্রাবণের নদী ছিলাম, চিরকাল শোকে-


এখনো কোলাহল
অগুনতি আকাঙ্ক্ষার হাত, কষ্ট, করুণ চাহনি
তবু উদ্দাম নিতে আসি বত্রিশে
চাপ চাপ রক্তের দাগ, ছিদ্র দেয়াল, রাসেলের
সাইকেল, স্মৃতির উঠোন!


দাঁড়াই হাত তুলে, তুমুল আর্তনাদে
জনক, তুমি সুখে থেকো, সুখে থেকো ওই কূলে!
__________________________
টুঙ্গিপাড়া,