যাচ্ছি ফিরে, যাচ্ছি ফিরে দুটো দশে সুখ নিবাসে
বললে কিন্তু কষ্ট পাবে
হতে পারো, হতে পারো দোসর আমার সঙ্গে যাবার
চললে কিন্তু থামতে হবে।


ট্রেনে যাবো,ট্রেনের টিকিট কাটাই আছে মায়ের কাছে কতই গেছি এমনি করে
গেলো ঈদে, গেলো ঈদেও বেঁচেছিলো মা দুঃখিনী
এবার মা যে নাই সে ঘরে।


কোথায় যাবো? কোথায় যাবো দেখতে তারে শূন্য ঘরে
কেবল স্মৃতি কষ্টা গাঁথা
কোথায় পাবো? কোথায় পাবো দুঃখিনীরে মনের ভীড়ে
কার কোলেতে রাখবো মাথা?


কষ্টে আছি, কষ্টে আছি আছেও তারা মা-বাপ হারা
আমার মতো অনাথ মানুষ
প্রণতি খুব, প্রনতি খুব জানিয়ে রাখি যে'টুক বাকী
জীবন নামের রঙের ফানুস।