বাবার কাছে জেনেছি
উত্তর আকাশে মিটমিট করে জ্বলা তারাটি ধ্রুব তারা
ওর কোন বিনাশ নাই, নড়চড় নাই চিরকাল জ্বলে
আরো জেনেছি ওর আশেপাশে আরো অনেক তারা ঝুলে থেকে থেকে একসময় তার মৃত্যুও হয়, খসে পড়ে সময়ের অতলে।


একটু বড় হয়ে ভূগোল জেনেছি, জেনেছি পাশের তারাগুলির কোন কোনটা বাবার মতো মরে যায়
অথচ খসে পড়া তারাগুলি,অথচ মৃতুবরন করা বাবা
সকল সময় বুকের ভেতর কষ্ট হয়ে বেদনা  হয়ে জেগে থাকে, কখনো শোকে কখনো বেদনায় কখনো
নতুন নতুন প্রেরণায়।


পৃথিবীর সব কিছু  বাবার মতো আকাশের খসে পড়া তারার মতো ঝরে যায়। পূর্ণও হয়ে যায় শূন্যস্থান
দুঃখ কখনো ভরাট হয়ে সুখ হয়ে যায় না।
রাত হলেই তাই আকাশ চুপচাপ কাঁদতে থাকে।
*********************************************
টুঙ্গিপাড়া,