পাওয়া একটি সংবাদে উৎফুল্ল হবার কথা
আনন্দ হবার কথা, হচ্ছে না
পিছে খারাপ সংবাদে মন ভারাক্রান্ত
রোদ্দুর ভেজা এক শোকার্ত রাজপথ
দীর্ঘ থেকে দীর্ঘতর
আচ্ছা! এমনও কী হয়?
পর পর দুঃখের নিষ্পেষণে আনন্দটা ভুল হয়!
হচ্ছেও তাই--
আনন্দ মাঝে প্রিয় যেন হয়ে গেছে
বরাবরের দুঃখটাই।


জীবন!
জীবন এক শূন্য মরীচিকা, আনন্দ বেদনার
বিষাদ আর ছলনার ছড়াছড়ি
তবু চিরকাল চিরদিন বাঁচবার যুদ্ধ প্রাণপণ।