সবখানে মৃত্যুর শব্দ শুনি
শুনি বেদনাহত স্বজনের আহাজারি
কবর খোঁড়ার শব্দে রোজ পর হয়ে যাই আপনজনের
বাঁচবার আকুতি পৌঁছে না সময়ের কাছে
আসলেই কি বেঁচে আছি ?
নাকি অমানিশা ঘোর
জীবনের ---- মরণের ?
এ কি সত্যি সত্যি ভোর?
মনে হয় অনন্তকাল রাত্রির অন্ধকারে আছি।
~
বলো না সময় !
মৃত মিছিলের পাশ ঘেঁষে অগণন স্মৃতিরফলক বুকে কষ্ট রাত্রির ব্যথা সয়ে পার হতে পারবো কী
সৃজিত অসুখ
~
বলো না সময় ! হে প্রেমময়ী ঈশ্বর !
আগামীর ভোর নিয়ে আসবে কী নতুন চরের মতন
সোনালী শস্যের আশাবাদী ফুল
জীবনের বসন্ত সৃজনের ভয়াবহ মানে !
~
চরম অপেক্ষায় আছি বলে বাড়াও হাত।
******************
টুঙ্গিপাড়া,