বৈশাখ এলো শত  বছরের শোকে
এ কোন ক্ষুধা আজ ধরনীর পর
অচ্ছুৎ  আজ মৃতদের দেহ গুলি
তুলনাহীন ভালোবাসা নাই আর।


জানি আমি তুমি মৃত্যুই শেষ কথা
ভালোবাসাটাই চুড়ান্ত প্রতিরূপ
কান্না হাসিতে জীবনটা চলে যায়
বেঁচে থাকতে জ্বালাই যে দীপ ধূপ।


এ বেঁচে থাকা আসলে কি বেঁচে থাকা ?
ধরার পৃষ্ঠে যতকাল কোলাহল
অভাব অভাব অভাবের হুঙ্কার
পিছু ছাড়বে কি মৃত্যু অবধি কাল ?


হায়রে জীবন ! এরচে' মরা ভালো
বেঁচে থাকতেও জীবন্মৃতই আছি
আসুক কোন হ্যামিলিয়নের বাঁশি
দ্রুতই নিক জীবনের কাছাকাছি।


আসুক জীবনে প্রেম প্রণয় প্রীতি
আসুক চিন্তায় একে অন্যের ভালো
অপার শান্তি  ছড়িয়ে ধরণী পর
পূর্ব আকাশে হাসুক সূর্যের আলো।
★★★★★★★★★★★★★★★★