ওই শহরটায় যদি না পাও,
মনের শহরে খুঁজে নিও, দেখো আমি
কদমের খোঁজে আষাঢ়কে খুঁজে হয়রান
ব্যাঙের নকশায় আঁকি শামুকের প্রেম,
সামনে শ্রাবণ।
*
যদি না পাও গাও গেরামের পথ
তবে খুঁজে নিও মধুমতী নদী
ওই পারে আকাশের টান ধবল মেঘেরা ওড়ে
আমি খুঁজি রোদ্দুর হোগলার চর
পাতার বাঁশিটা আজো বেজে চলে
আজো জলে ডুবে যায় ভাঙনের সুর
আমাদের রঙিলা স্বপন।
*
তালের নৌকা বেয়ে ওই দূরে তাকালেই দেখি
পেছনে দাঁড়ানো ছায়া
আঁকাবাঁকা সুনীল নধর, কেশোবতী লজ্জাশীলা
সেকালের ফুল পাখি সন্ধ্যার সন্ধ্যাতারা।
*
যদি বা আর খুঁজে না পাও কোথাও
এসে এই ঘরটিতে বসো,
যে ঘরেই কাটালাম অযুত সময়
আবুল হাসান রুদ্র শহিদ যে ছবক দিয়েছিল প্রাতে
দেখো বসে বসে
আঁধারের সাথে রোজ যুদ্ধটা করি
কাটাই সময় কত ঘাত অপঘাতে।