অদ্যাবধি নিঃসঙ্গ থেকে থেকে আমিও বিলুপ্ত প্রায়
কত আর চেপে রাখা যায়
এখনো স্বজন বাতাস উড়িয়ে আসেনি কেউ
মেলেও ধরেনি কেউ প্রশান্তির সবুজ ছাতা
বলেনি এখনো কেউ
আমিও কারো হতে পারতাম তুমুল অভিমান ---


তারপরও সেই সে দক্ষিণের বাতায়ন খুলে
যাকে প্রিয়ফুলে মন খুলে বলেছিলাম
সুগন্ধিত এক বিকেলের কথা
সেও তুমুল হাতছানিতে জানিয়ে গেলো
আমার দুঃখের খতিয়ান--


কী চাহ অনিবার্য স্রষ্টা আমার !
কেনই বা বাঁচবার আকাঙ্ক্ষা হলে
আমার দু'বাহুতে নেমে আসে অভাবের সমাচার
কেনই বা জুড়তে গেলে ভেঙ্গে ফেলি সোমত্ত সংসার


ভুলে যাই কোন অসুখে
বার্ধক্যের শুরুতেই রাখি ছাপ, যাবো তো নিশ্চয়ই
যদি যাই যাবার মতই যাই....