(১)


     যদি আসো একবার


যদি আসো একবার
তোমাকে রূপসার ঘোলাজলে স্নান করিয়ে দেবো
পরিপাটি, নরম চোখের তারায়
সতত তোমারই ছবির কম্পাংক এসে
দাঁড়াবে সচল
তোমার অস্তিত্ব খুঁজে
প্রিয়ফুল প্রিয়তম হবো ;


আজ যদি আসো একবার
পৃথিবীর অযুত প্রেমের যত আছে জানা
তোমার ক'র পরে তুলে দিয়ে
সত্যিকার আনন্দ যোগাতে যাবো
তোমার আমার চাওয়া সুখের সন্ধানে।


তারপর কোলাহল
অমর যৌবনের দাঁড়
বেয়ে বেয়ে চলে যাবো ভৈরবীর আঙ্গিনায়
যদি তুমি আসো একবার।


                     (২)


                    তুমি


কি সব পেয়েছি জানিনে তা
শুধু তোমার রঙিন অনুভূতি
আমার এ নরম চোখের চাদরে আবৃত করে রাখে সর্বক্ষণ
তুমি কি জানোনা তা  ?
আমি উজবুক অশান্ত হতাশ
জীবনের দাঁড়ে চালাচ্ছি চরম হিল্লোল
তুমি নির্মেঘ ভালোবাসার আঁচল
বুভূক্ষু এ হৃদয়ের তাপ সিঞ্চন
তুমি যত্নের আলিঙ্গনে
সিদ্ধকর, জাগাও অমৃত পেয়ালা
                       ১৫--১১--১৯৯৪ ইং
                        সোনাডাংগা, খুলনা