হাঁটছি, ক্রমাগত স্বপ্নতাপে হাঁটছি
রাতের শেষ প্রহর,আশার আলোয় পাখির কাকলিতে
হাঁটছি। সবুজ বনানী, ফুল ফোটা মন, বালকের অবুঝ পায়ে হাঁটছি। শৈশব কৈশোর ফাগুন আকাশ ধরে হাঁটছি, হাঁটছি ক্রমাগত


অগণিত কল্পনায় হেঁটে হেঁটে পার হই নদী, নদীর ওপরে নদী, অনাগত দিন তৃষ্ণার শেষ অবধি


হাঁটছি সময়, ওই দূর চরাচর, নগর বন্দর জনপদ
হাটছি মক্কা মহেঞ্জোদারো এথেন্স ব্যবিলন পম্পেই হিমালয়।
আবার হাঁটছি: ই-দেশ, ইথার, স্যাটেলাইট
হেঁটে হেঁটে মহাকাশে রোপন করছি ভবিষ্যৎ
তাকিয়ে দেখছি দূরে-- ছিদরাতুল মুনতাহা পার হয়ে হেঁটে যায় দীনের নবী মুহম্মদ (সঃ)


স্বপ্নতাড়িত সকলেই হেঁটে হেঁটে পৌঁছবো সময়ের যদুগৃহে--
________________________|
টুঙ্গিপাড়া,