মানুষ উৎসবে মাতে, বিষাদে অশ্রু ;
অথচ যেতেই হয়। নিকটেই সন্ধ্যা
চিরকাল ধরে এ যাত্রা চলছে, চলবেও।
*
আমার ডেসটিনি আমি জানলেও জানিনা
বুঝলেও বুঝতে চাই না।
হেরেম থাকে সবসময় বদলে যায় মানুষ, রূপ রস গন্ধ পরিবেশ। সাম্রাজ্যও তাই।
ক্ষমতার মাস্তুলে নিশান উড়িয়ে ক্ষণিক সুখবিলাস।
*
কিছুদিন পর তুমি আমি সকলের একটিই পথ
বিদায়ের এক সুর বিউগল বেদনার রথ।
*
বৃক্ষছয়ায় থাকি, হা বৃক্ষ যেভাবে ছায়া আর নিঃশ্বাসে সহায়তা দিলে, দিলে প্রেম ভালোবাসা
জীবনের শেষে, খুব সাধ হয় মানুষ হয়েও
বৃক্ষ হই, ফুল পাখি আকাশ নদী।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,