বহু চেষ্টা করেও কোন লেখা আসলো না কাল
ভাবলাম একখান যেন তেন লিখে দেই
যা বোঝবার ক্ষমতা আমারও যে নেই


আসলেই লিখতে লিখতে ভুলে যাচ্ছি লিখবো কি
পড়তে পড়তে পড়া
ঝরতে ঝরতে ঝরে যাচ্ছে আসল কবিতা
যা আছে তা বুঝেন না রচয়িতা ছাড়া
ক্রমশ তিনি আধুনিক থেকে আরো আধুনিক হন
তলা খুঁজে দেখেন তিনি গুণী মোটেও আধুনিক নন।


যা করছেন এটা ভড়ং, তিনি বলেন, "জলবৎ তরলং"
আসলে কী তাই? দিন দিন কবিতারা হতেছে ছিনতাই
জানি, খুব বেশীদিন টিকবে না এ জাতীয় রঙ
থামুন, থেমে যান, থেমে যাই ভালো লাগেনা এ সঙ।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,