আইসিউতে শ্বাস রেখে এসেছি। পতঙ্গের কাছে দুটি পাখা ধার নেবো। উড়বো একফালি চাঁদের মতন
তুমি রাস্তার পাশে দাঁড়ালে ব্রেক কষবো দুরন্ত পাখার
তুমিই হয়ে যেও আমার নিঃশ্বাস।


ব্যস্ত সাইকেলে বাজছে রিং টোন, হয়তো কোথাও বাড়ছে আগুনের উত্তাপ। নদীর কাছে বলে কয়ে নিয়ে যাবো জলের হাওয়া। শাপলার বিলে বাঁচে যদি ক্ষুদ্র ক্ষুদ্র মাছ।


হেমন্তেই শীত নামো নামো, মঃ মঃ গন্ধ ধানের।
বেসুরো বাঁশি বাজছে বাজারে, চাল চড়া ব্যাপারী  কেনে না ধান। ক্লাস শেষে প্রেম শেষে বাড়ি ফেরে আমাদের ছেলেমেয়ে। ওরা পড়া ফেলে রাতদিন দ্যাখে আর টেপে। কষ্ট বাড়ে পিতা নামের মানুষের।
******************************
টুঙ্গিপাড়া,