গম চাষের মৌসুম এলে বউও পোয়াতি হয়
ফি বছর বাচ্চা জন্মালে গমক্ষেতের আলে রেখে ওরা গম কাটে তারপরও হোয়াংহো'র পাড়ে একসময় যুদ্ধ আর দুর্ভিক্ষ নামে
'
বাচ্চা মানুষ করতে হলে বউয়ের মতো উর্বরা জমিন ও চাই, ভালগার তীরে পহমকে দেখালো তেমন জমিন গল্পের চেখভ।
আহ! গম যব বার্লি চাষের কী উর্বরা জমি!
যুগে যুগে পহমেরা উর্বরা জমি খুঁজে সেখানেই দখল বসতি গড়ে। পহমের পর আবার কোনো পহম --
'
যুদ্ধ দেখতে চায় না মা। তার কোলে বেড়ে ওঠা বাচ্চারা যুদ্ধ করুক, যুদ্ধে মরুক তাও না। অথচ মাতৃভূমি রক্ষায় এগিয়ে দেয়। অন্তত আগামী প্রজন্ম সুখে থাকুক তারই আশায়।
'
মায়ের কান্নায় আমাদেরও কান্না আসে
মনে হয় বাড়ির পাশের নদীটাই মায়ের কান্নার জল
যুদ্ধের জলে আমরা বাঁচবো তো?
------------------------------------------