এমন তো কথা কখনো ছিলনা বলার
নিদারুণ মেঘলা দিনে হেঁটে যাবে অনাত্মীয়
কোনো ক্ষুধার্ত পাবে না অন্নের সম্ভাষণ
দেশে দেশে এই দুরন্ত ডামডোলে
পাবেনা আমার স্বজন নিঃশ্বাসে অক্সিজেন
পাবেনা শেষ পারানির কালে নিকটে স্বজন!


এমন তো আভাষ পাইনি মোটেই
দিকে দিকে ছোঁয়া ছুঁয়ি বন্ধ হোক
বন্ধ হোক প্রেম ভালোবাসা আদর সোহাগ এমনকি সংগম
কখনো বলেনি কেউ, এ যুদ্ধের শেষে
কারো দেশ কারো ভাষা খাদ্য বস্ত্র কেউ কেড়ে নেবে
শত্রু তোমার
বলেনি কেউ দখলের মহড়ায় ভূতলের খনি গুলো  সব আমার
বলেনি কেউ সমুদ্র গর্জনে ফুঁসে ওঠা নারীর শরীর,
নদী মাঠ বনানী সবুজ প্রান্তর, দরদালান, হেরিটেজ
অসীম অনন্ত আকাশ সব আমার


অথচ দেশে দেশে এমন যুদ্ধ দ্যাখেনি কেউ
যে যুদ্ধের কোন সীমানা নেই
যে যুদ্ধে কোন বন্দুক গুলির ব্যবহার নেই
যে যুদ্ধ বাধেনি কোন সীমানা নিয়ে
যার কোন যুদ্ধবিরতি চুক্তি নেই
যে যুদ্ধ থামানোর কোন জাতিসংঘ  নেই


কি দেখছি! এ যুদ্ধের সৈন্যদের কোনো দয়ামায়া নেই
শিশু, মহিলা বা প্রার্থনার স্থান, কিছুর প্রতিই সৈন্যদের শ্রদ্ধাবোধ নেই
কোনো শাসকগোষ্ঠীকে পরিবর্তন করার ইচ্ছা এদের নেই। ধর্ম, গোষ্ঠী বা আদর্শগত প্রভুত্ব বিস্তারের কোনো লিপ্সাও এদের নেই।


দেখছি একটাই খায়েশ এ যুদ্ধের
একটাই প্রোটকল একটাই লক্ষ্যঃ নিশ্চিত মৃত্যু


তবু আমরা লড়ছি
লড়তে লড়তেই মৃত্যকে ডেকে নিচ্ছি।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,