প্রণয় শাশ্বত
=============      


হতেই হবে দারুণ খরা এই জীবনের পর
নইলে তো আর বাঁধবে না কেউ  অমনি সুখের ঘর।
সাজু রুপাই সেই তো কবে বেসেছিল ভালো
এক জনমের ভালোবাসা দুই নয়নের আলো
ভুবনমোহন প্রেম পিরিতি হয়না কোথায় বলো
সপ্তম জর্জ  সিমসনেরই প্রেমের বলি হলো
রাজার পদও ছাড়তে রাজি  মহল সাজায় তাজের
মোগল পাঠান যা-ই বলো প্রণয় শাজাহানের
ইতিহাস আর সত্য প্রেমের একটি মাত্র ভাষা
শাশ্বতকাল চলেই  যাচ্ছে প্রণয় ভালোবাসা।


     প্রণয়ের সুখ
=============    


আরেকটু এসোনা কাছে
হয়ে যাক একফালি তরবারী ঘুম
ছড়িয়ে পড়ুক কাম বেদনার সুখ।
বুকের জমিনে চলুক অকাতর শ্রম
ঝরুক তৃষ্ণার জল অথৈ খানিক।


হোক না সাগর স্নান ওই বনতলে
কর্ষিত উর্ব্বরা ভূমে ফলুক সোনা।


এইতো, এইমাত্র হলো দুয়ারের কাছে
শৃগাল চক্ষু মেলে শিকারীর গতি
আমূল বিদ্ধ করে চঞ্চল ছায়া
নিশ্চিত আগামীর চাঁদের হাসি
ওই ফুল ফুটে বনে শুভাশীষ জানাবে অশেষ।


আরেকটু এসোনা কাছে
হোক কৃষ্ণ তনুমনে মাহেন্দ্রক্ষণ সুস্থির আহলাদ
এই দ্যাখো এই আছি বাড়িয়ে দু 'হাত
হোক শুভ্র দেয়া নেয়া সমগ্ররাত।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,