প্রতিভা, আমিতো এমন কিছুই বলিনি তুমি কাঁদতে পারো
এতটুকুই শুধু বলেছি
আগেও একা ছিলাম,এখনো একা আছি
আর একাই থাকতে চাই অনন্তকাল!


পথ হারালে পথিক, মরীচিকা দেখে চোখে
পথ হারালে নদী, বালুচরে ধরা পড়ে
নীড় হারালে পাখি, একাকী আকাশে ওড়ে
ঘর হারালে নারীর, কেঁদে-কেটে দিন কাটে
আমার তো কেউ নেই,
মা-বাবা, ভাই-বোন, পাড়াপড়শী, আত্মীয়-স্বজন
আমিও কারো নই
আমার শৃংখলে, আমার বন্ধনে, আমার মুক্তিতে
কোন মূল্য আছে কি  ?
এমন তো কিছু বলিনি, যাতে তুমি কাঁদতে পারো!


সুখ আসলে সখী, ভালোবেসে সখা ডাকে
সুখ দেখালে সখা,  প্রিয়ারূপে কাছে আসে
সুখ ডোবালে প্রেমে, দুঃখ স্রোত বান ডাকে
আমার তো সুখ নেই, আমার তো সখী নেই
আমি তো কখনো কারো প্রিয় নই


আমার অ-সুখে, আমার-বেদনায়, আমার অ-প্রেমে
কখনো কারো যায় আসে কি!


সত্যিই বলছি প্রতিভা, এমন তো কিছুই  বলা হয়নি
এমন তো কিছুই ঘটে যায়নি, যাতে তুমি কাঁদতে পারো।
****************************