এক একা বাড়িতে মন টেকে না তাই
মন আমারেও নিয়ে গিয়েছিল ক্ষনিক মধুমতি তীরে
এইতো আমাদের জীবন
নদীর মত কখনো ভীষণ জোরে কখনো ধীরে।


এখন আর বহতা নেই দু 'টোর কোনটাই
অচল আনির মতো টেনেটুনে চলছে সময়
বাতাসের মিশ্রণ গন্ধে জনতার রোলে
প্রকৃতি আজ হয়ে যাচ্ছে বিষময়।


অথচ নগরী আসমান ছুঁই ছুঁই
পল্লীবালাও আজ পরেনা ঘুঙুর পায়
লাল পেড়ে শাড়ীর আঁচল বদলেছে বিশ্বায়নে
চেয়ে দেখো কত দ্রুত স্বপ্নের পৃথিবীর সবকিছু বদলায়!


কী করে বদলে যাবো আমি
আমার বুকের মধুমতি!!
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,