ব্যাধি মুক্ত মনে হয় হবোনা কখনো আর
কখনো হবোনা ঋণমুক্ত নির্জন পৃথিবী আবার!
চেনা সুরে ফাগুনের মায়াবী সকাল
কিংবা চৈত্রের তাবদাহ বিরহী দুপুর।


কখনো হবোনা আর জোড়া ফুল টইটম্বুর দীঘি
চাঁদের হলুদ রোদ ফুরায়েছে জীবনের পর
শেষ রাতের ট্রেনের হুইসেল
পাখিদের কান্নার সুর, কখনো হবোনা আর
কলতান মুখর সন্ধ্যার নিঃসীম আকাশ।


কখনো জেনেভা কিংবা জাতিসংঘ দেবেনা সনদ
যুদ্ধের বায়বীয় হিংসায় ছোঁবনা কখনো কালো হাত
উন্মত্ত যৌবন জুড়ে বিষাদ মাখাবো বলে
বৈশাখ আসেনা আর রুদ্র স্রোতে।


কখনো কারো কষ্টের ধারা কিংবা কঠিন অসুখ
দাগ টেনে যাবেনা আর অয়োময় মনে
যান্ত্রিক হয়েছি সেই আদিম আমি
আর কখনো দেবোনা স্লোগান জোরালো মানবতার
ক্ষুধায় ফুরায়ে যাবে সকল লেনদেন।


ব্যাধি মুক্ত মনে হয় কখনো হবোনা আর
কখনো হবেনা ঋণমুক্ত নির্জন পৃথিবী আবার
থেকে যাবে সবসময় দিকভ্রান্ত স্বার্থ আর উল্লম্ফ অন্ধকার।


এটাতো চাইনি। চেয়েছি  নিজেকে পুড়িয়ে
তোমাকেই সুখী করি, আলো জ্বালি প্রকৃতির বরাবর।


কেন যে পারিনা তা!
ঘিরে ধরে চারদিক অকারণ বিষণ্ণতা
আহা!
আরেকবার আসতো যদি পৃথিবীর কিশোরবেলা!
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,