কাউয়া
========


ঝিমানো বিকেলে ধানক্ষেতে সুইচোরা
কই পাবে ক্রিকেটের পিচ তরতাজা পোকা
লাগে তো লাগুক ব্যাটে বলে চার আর ছক্কা
কাউয়া পড়ে হরিতকি তলে
সঙ্গের মদন গাছে উঠে কতবেল খায়
চারচোখে উজান ধায় পাখিমারা গ্রামের ছাওয়ালে
আর খোলামুখী পাড়ার মাইয়ায়


টক বুঝি কচুর লতির দাওয়াই
একলা ঘরে চিমনি পোড়া মনে লাগে মন দেহতে দেহ
ফুচকা চাপে যদি ভাঙ্গে মন সুখেভরা গৃহ
আলুর মতো বেড়ে ওঠা বুক
এক চিলতে পুকুরের জল কেউ ডোবে তো ডুবুক
শাপলা বিল তার নাই দরকার।
******************************


রাত পোহালে সবখানেই সকাল
========================


বউ পেটানো যার নিয়মিত স্বভাব
রাত্রিকালে ভালেবাসে, আদর করে
বুকের নীচে চিড়ে চ্যাপ্টা বউ
খুব সকালে গরম ভাত আর পুঁটি মাছের ঝোল রাঁধে
ভেজাচুল পিঠে ঝোলে
কাল সন্ধ্যায় যার চোখে জল সে শিহরণে হাসে
কার্তিকের মশার ঘ্যাণঘ্যাণানি হতে
মথিত হওয়া সুখ
কেবল রোদ্দুরের অভাবে শুকায় না অভাব
রাত পোহালে সবখানেই সকাল।