পাঠাতে চাইলাম হাতে লেখা চিঠি
ডাকবাক্স হেঁটে গেছে দূরে-রানার ছোটেনা আর  
   দোরেও আসেনা বারোয়ারি ডাকপিয়ন
ভুলে গেছে চিঠির প্রেরক


মেইল আসে মুঠোফোনে ইদানিং
ভালো আছি, ভালো থেকো--
হৃদয়ের লেনদেন নিয়ে গেছে বনলতা সেন
হাই আর হ্যালোয় বিস্তৃত পৃথিবী আমার


তবু কানে শুনি
আসছে পৃথিবীতে ইশারায় ওড়ে নদী
বায়ুশূন্য, বাটনের চাপে
পাহাড়ও সমুদ্র হবে হেঁটে যাবে অনাত্মীয়
বায়বীয় কবিতায় হবে জীবনের বিনিময়
কী আর লিখবো চিঠি আর তার ইতি কথায়?
________________________
টুঙ্গিপাড়া,