পাশের নদীটা ছোট হয়ে গেছে, চোখের নদীটাও
তবে দুঃখের নদী হয়েছে বড়
আর মন নদী ভাসছে অদ্ভুত প্লাবনে
কাকে রেখে কাকে সামলাবো? মন না দুঃখ?
প্রান্তরে বুনে যাওয়া অলীক স্বপ্নেরা আজও
ঝাপটায় ডানা
আজও ধরণা ধরা পিতলের মনে চলছে আধুনিক রঙ করা
প্রথাগত বিরোধের কথা নয়
যত্নের সাথে পালন করা হিংসাকে উসকে দিয়ে
সন্ধ্যার আলো আঁধারে যাকে পাবো তাকে ছুঁই পর্বটা
চলছে দিকে দিক
নিহত বাগানের ফুল পাখি আকাশ মলিন—
কেন, কেন, কেন যে জন্ম হলো আমাদের বিরোধের?
আমাদের বৈরিতার?
তাহলে কী অধীনস্থের বসবাসই ভালো ছিলো?
ভালো ছিলো চিরকাল শাসকের চোখ রাঙানি?
ফিরতে পারবো না আর
প্রগতির এ উল্লম্ফ যুগে এগোবো সম্মুখে আবার
তাতে যদি বৈরিতা বাড়ে তো— বাড়ুক
অশুভ ভয় কে জয়ের দুরন্ত সাহসে রাখি হাত।