আমাদেরও নদী ছিল নিকটে কাছে
যার স্রোতে নেচেছিল সোহাগের চাঁদ
আমাদেরও পাখি ছিল, সোনালিমা ক্ষেত
রোদ্র কাঁপিয়েছিল তৃষ্ণার ফাঁদ
আমাদেরও রাত ছিল দিবসের শেষ
জীবনের সুখ ছিল ফাগুন আকাশ।


আমরাও প্রেমিক ছিলাম, বিপ্লবী নাম
ছিলাম সঘন ঘন আঁধারের বাতি
পলাশীর মোড় হয়ে শহীদ  মিনার
ছুটে চলা বাঁধভাঙ্গা শোকের মিছিল।


আমাদেরও ক্ষেত ছিল ভরা ফসলের
চুলার হাঁড়িতে ছিল সুখের খবর
দুঃখ তাড়ানোর সেই অনন্ত শ্রমে।


আমরা দাঁড়িয়েছিলাম সড়ক দ্বীপে
সকালের সোনারোদের শপথ নিতে
কেন এ বাংলা নয় সোনায় গড়া
কেন সব স্বপ্ন নয় স্বপ্নে ভরা ??


নদী ক্ষেত বালুচর দিগন্ত ব্যাপী
আমাদের ভালোবাসা এখনো আছে।