পথে পথে জানাবো সোচ্চার
এমন বসন্ত ছিলনা কখনো আমার
ছিল এক প্রেমোভোর নদীর কিনার
মায়াভরা পাখি ডাক, জড়াজড়ি গাছে গাছে
নতুন পাতার


এমন বসন্ত চাইনি আগে
চাল ডাল আটা তেল নারকেল চরম দামে
এ দুঃসময়ে ব্যবসার নামে
শয়তান বদমাশ গোটা দেশটারে বেচে ভাগে-


ছিলো না পেটের ভাত, কণ্ঠের অধিকার
ভাত আর বলবার প্রত্যয়ে
বহু প্রাণ হলো বিসর্জন, বহু ত্যাগে শ্রমের ব্যয়ে
এলো স্বাধীকার
কতটা পেলাম তার,কতটাই বা পেলাম না আর?


আজো বসে মনে মনে ভাবি, প্রজন্মকে এ প্রশ্নের
কী দেবো উত্তর?  
---------------------------------------------
টুঙ্গিপাড়া,