কে জানে কার কতোটুকু বেদনা বুকের নিঃশ্বাসে ?
কবিদের মায়াভরা হৃদরোগ প্রতিদিন
তবু তার চোখে জ্বলে অধুনার গ্যালাক্সির আলো
ভরা ফসলের মতো আশাবাদ নিয়ে হাঁটা অগুনতি পথ
নিস্তরঙ্গ রাতের আঁধারে দেখে চলে আগামী খোয়াব


কে জানে কার গন্তব্যটা কতদূর এগিয়ে যাবে ?
সুতোর নিখুঁত টানে বিঁধবে তা জানলেও
পৃথিবীর তাবৎ জন্ম বেমালুম ভুলে যায় বারবার
পড়ে কি কখনো কারো কপালের ভাঁজ অমোঘ চিন্তার?


কে জানে কার কতোটুকু সন্তাপের ইতিহাস ?
যদিও কারো কারো দু'হাত ভরা--


নাবিক ভাসিয়েছে সমুদ্রের নোনাজলে বিলম্ব জাহাজ
যদি শ্রমে উঠে আসে পৃথিবীর ডিঙ্গাভরা ঘুম, মখমল সুখ, বৃষ্টির করাঙুল ছোঁয়া আকাশ যদি নেমে আসে বাড়ির উঠোনে
ছুঁয়ে যাবে রোদেভরা ভোরের কুসুম।
________________________
টুঙ্গিপাড়া,