শরত এলো তুই একবার কাছেও এলি না
তোর জীবনে শরৎ আসেনি বুঝি ?
ভেতর বাইরে এতো প্লাবন হয়ে গেলো
তোর কোন হেলদোল নেইরে চামেলি
তোর কি আর ফাগুন আসবেনা মনে ??


জীবন যদি এতোটা সর্বস্ব খোয়ানো হয়
এতোটা ত্যাগের এতোটা ব্যাথা বেদনার হয়
কখন আসেরে শরৎ কখন ফোটে জীবনের ফাগুন
তা কী করে বুঝবো রে অবুঝ !
ফুল ফোটে রাতের আঁধারে, আঁধারেই ঝরে যায়
জোয়ারের প্রবল চাপে ভাটায় শুকায়
কোনটাকে ফাগুন বলে কোনটা শরৎ ? জীবন বোঝে না তা।
আশ্বিনের শেষ আঁধারে শিশিরের শব্দের মতন
দুঃখরা দানা বেঁধে এলে
মারী আর মড়কের হানা হলে জোরদার  
তাকে অন্তত মনের ফাগুন বলেনা ।


জীবনের শরৎ হেমন্ত আর ফাগুনের দোলাচলে
কবে কোন আঁধার এসে ঢাকবে শরীর
কেইবা জানে?  সে জানার নেই প্রয়োজন
কেবল দূর হতে গেঁথেই যাবো স্বপ্নের চামেলি গাঁথা।
******************************
টুঙ্গিপাড়া,২১/০৯/২০২০