পাশ ফিরে থাকতে থাকতে একটা কালো অভ্যাসে
ডুবে গেছো আজকাল
প্রিয়মুখ কতটা বেদনায় কাটালো সময়
কতটা আলো আর অন্ধকারে ডুবন্ত প্রায়
জানবার অবকাশ হয়না বুঝি আর--


মেঘময় আকাশ কিংবা সুপ্ত বিকেল বেমানান হলে
কখনো কোন প্রিয়জন দূরে চলে গেলে
বিরহের তুমুল বাতাসে তাড়িত হও কিনা,
তাও জানার ইচ্ছে হয় না বুঝি ?
এতোটা আত্মপাগল হলে কি করে, জানতে পারি ?


এই রোদ এই শীত আর এই দিনরাত্রির মোহন অধিকারে, আর কতটা বাঁধলে আমায়
ডুবে যেতে পারি শারীরিক মিশ্রণে
সে জানার অবকাশ থাকলেও,মেরু ঝড়ে মাঝে মধ্যে হারিয়ে ফেলছো খেই
তাহলে কী সত্যিই এই এতোকাল
এই আমি কারো মধ্যেই নেই
কী করে জানবো এ প্রশ্নের বাতলানো উত্তর?
****************************



♦ভীষণ অসুস্থ আছি। সকলের নিকট দোয়া প্রার্থী।