পড়ছিলাম আমার অতীত
মাঝখানে কেন এতো ধূসর গোধূলি, আঁধার আকাশ
পায়রার গীতল পায়ে করুণ চিঠি!
কার জন্যে?কে পাঠালো অমন নরম তুলতুলে হাতে
যত্নের আঁকা রোদ? সুবজ নগরী!


অতীত এতো তেতো আর টকঝাল মিষ্টি কেন ?
রজনীগন্ধা ডাঁটায় এতো আহলাদ, জানতে কেন সময় বয়ে গেলো? ভৈরব পাড়ে বসে সুরের বেহালা বাজালো কে দুঃখের নোনাজলে ?


জানছিলাম আমার অজানা
ওই যে আকাশ নেমে এলো দূরের মাঠে
বৃষ্টির মতো ধুয়ে যাক অসম্ভব স্বপন, ভেদ করে কুয়াশা আসতে দাও তারার আলো। বৃক্ষরা সেজে আছে  পাখির পদভারে দুলছে ফসলের সুপ্ত অধিকার


ভাবছিলাম অতীত না আগামী
এখন কী করে তাড়াই বিরূপ জলহাওয়া
এ স্মরণার্থী শিবিরে আমি আর কতকাল পাবো আশ্রয় ? এই এতোকালের অপ্রেমে ভুলবে কি ধরণী আমার? পারবে না সুরক্ষা দিতে এমন দুঃসময় ?
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,