জীবনকে বাঁচাবো বলে
জীবনকে বাজি ধরি বার বার
সুখের সিঁড়িতে পা রাখবো বলে
দুঃখের নদী সাঁতরে চলি অবিরাম
দুঃখের সমাধি হয়না তবুও--


আমি তো নিরন্তর
সুখের ছায়াময় পদশব্দ শুনে
জানালায় চেয়ে থাকি তো চেয়েই থাকি
বিনিময়ে হতাশার দীর্ঘ অন্ধকার
মরণ ছোবল দিয়ে যায়
দুঃখেরও তাই সীমানা ছাড়িয়ে যায়
জীবনকে বাঁচাবো কি দিয়ে?
********************
রচনা ২২/১২/১৯৯৪ইং
       খুলনা