মোটেই ভুলে যেও না কিন্তু
সাম্প্রতিক খবরটা দিও মাঝে মাঝে
আবহাওয়ার খবরটা যেমন মিছেমিছি দেয়
কতকগুলো লোক বসে বসে বেতনকড়ি নেয়
তেমন কোরো না মোটেই
পুষিয়ে দেবো না হয় কিছুটা পর খবরটা দিও
খবরটা দিও।
~~
খবরটা দিও
দক্ষিনের বনে মনের দেয়ালে এখনো এপিটাফ
লেখা আছে কিনা
এখনো ফালগুন সখী রাতদিন ক্রন্দন করে কিনা
এখনো বৈঁচির কাঁটা ফুটে সেই চেনা মুখ হয় কিনা
ব্রতের বধু, খবরটা দিও খবরটা দিও।
~~~
খবরটা দিও
চুলে পাক ধরেছে কিনা এতদিনে
বেদুইন জানালা খুলে উদাস পাখির সুরে
হারায় কিনা মনের সারস, চাঁদের পাহাড়-নদী
পাড়ি দেয়া হোল কিনা তার
বুকের সাগর নেমে গেলো কিনা সমতলে ফের
হোল কিনা পাথরের নিত্য ঘষায় দুঃখের বৃষ্টি আবার
খবরটা দিও খবরটা দিও।
~~~~
খবরটা দিও
কুটুম বাড়ির ইতিহাস ডুবে গেছে বলে
রাত দুপুরে ছাগল ডাকে কার গোয়ালে, কার উঠোনে
ভেড়ে রাতের ট্রেন সময়ের আগে
সুস্মিত সকালের আগেই উধাও হোল কার স্বপনের ঘুম
খবরটা দিও খবরটা দিও।