বহু কবিতা লেখা হয়েছে সময়ে
একটা কবিতা লেখা হয়নি
একটা ছবি এখনো আঁকা হয়নি
একটা খবর  হয়নি প্রচার
রবি ঠাকুর আর কাজী নজরুল ফিরে এসেছেন
জীবনানন্দ বাংলার তীরে এসে
জয়নুল, ফিদা মকবুল কিংবা সুলতান
মশগুল আছেন ক্যানভাসে ভেসে ভেসে।


কবিতা মার্কেটে দৃশ্যহীন নজরুল, রবি
ছবির পাড়ায় আঁকাহীন শত ছবি
শব্দহীন, বাক্যহীন স্কেচহীন ঈশারার কবিতায়
ছেয়ে গেছে দেশ, কবিতার বন্যায়
সুর, ছন্দ, লয়হীন, আর ভালোবাসাহীন কবিতায়
কালের বা সময়ের কথা বলে বলে
এখন আমরা চরম কবিতা লিখি
এখন আমরা ডুবে আছি যেন ভাষাহীন সরবতায়।


অবশ্য বাঙালীর থেকে, কবিতার থেকে
কবির সংখ্যা বেশী
কবির রাষ্ট্রে কবিতায় ছয়লাব
কোথায় আলাওল,আব্দুল হাকিম, চর্যাপদের কবি
আজকালকার কবিগন যেন একপ্রকার নবী
এমনই লিখন, এমনই চলন, মর্ম  উদ্ধার  কালে
তষ্য বোদ্ধা,পণ্ডিতগনও চরম চিন্তায় গলদঘর্ম জলে।


বিহারী লালের সময় পেরিয়ে সত্যেন বাবুর কালে
কবিতা ছিল কি, মোটেই নয় সুকান্ত গান ভুলে
কিসব গেয়েছন আবোল তাবোল? এখন কবিরা বলে
গরুর রচনা লিখে দু 'পাশ থেকে ছিঁড়ে ফেললেই চলে।


এ খবর এখনো হয়নি প্রচার
রবি ঠাকুর আর কাজী নজরুল ফিরে এসেছেন
জীবনানন্দ বাংলার তীরে এসে
জয়নুল,ফিদা মকবুল, কিংবা সুলতান
মশগুল আছেন ক্যানভাসে ভেসে ভেসে।
★★★★★★★★★★★★★★★★★★★★★
জন্মান্তর কবিতাগুচ্ছ কাব্যগ্রন্থ হতে