নগর সেজেছে অহংকারের চরম উৎসবে
ভুলেছে পুরাতনী
ভূতল হতে আকাশ অবধি সাজাবার
এক অদম্য যুদ্ধ আমাদের
এখানে নেই কোন আকাঙ্ক্ষার রূপ,
ধর্ম, সম্প্রীতি, মানুষের সংস্কৃতি
লোভ আর হিংসায় ক্রমশ বৃদ্ধির যোগ
নতুন এক নগর সভ্যতার


কবি কিন্তু তবু খোঁজে একান্ত নির্জনতা
একাকী অন্ধকার বিরহ কাতরতা
ভেতরের রাগ হতে উঠে আসে তার
পুরাতনী সুর
সমগ্র ভূমণ্ডলের ভয়ার্ত কম্পিত
অনাদিকালের করুন আর্তনাদ
আজ আর কোন বিরহী রমণী নাই
আছে দেহে আর দেহজনে সুখ আর সম্ভোগে


কবির ভাবনায় স্মৃতির ডাহুক
ডেকে ওঠে বারেবারে
অতীতেই যেতে ফিরে
জানে না কো সে এই নগর এক বোহেমিয়ান
থাকে নি কখনও
অতীতের বেড়ি ঘিরে
মানে না কো সে
ছিলো একদিন জলের গর্ভ হতে উঠে আসা
সত্যিই বালুচর।