জানি তুমি কবি
কবি না,  উদার হয় !
পাবো কী কখনো এক চিলতে রোদ্দুর
শুকাতে বেদনা ?
ফিরে কী আসবেনা পলাতক ছায়া
করুন চোখের উদাসী বাতাস ?
এখনো গান গাই তমস্বরে, ঢালি তৃষ্ণার্ত অন্ধকার
জীবনের পর --
ওই দূরে অস্তগামী সূ্র্যটা লাল, কিছুক্ষণ পর
নিঃশব্দের ধূলির চরণে ছড়াবে
বিদীর্ণ রাত জাগা পাখির কান্নার ধ্বনি ;
তুমি কবি, রাতের নিঃসীমতা ভাঙে তোমার গানের সুর।
~
রমণীয় সঞ্চরণে আবেগের ক্ষেতে দাগ টেনে
দুঃখের বহ্নিশিখায় বাসা বাঁধে ধবল সারস
মেঘমল্লার ডাকে তার অনন্যতায়, অঙ্গ সৌষ্ঠবে ছড়িয়ে আবেশ
তুমি কবি। কবি না, উদার হয়!
আকাশের মত উদার বাহুতে বিস্তীর্ণ হৃদয় যন্ত্রণা মেখে
গাও গান, মুকুলিতনয়নে ফেরো চারদিক
ভালোবেসে সেই দুঃখকে করো তো আঘাত !
~
ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত হোক
ফুটুক আমার হাসি কস্তূরিকা
জলের জোছনায় ছড়িয়ে আলো।
***************************
টুঙ্গিপাড়া,৩১/৫/২০