কতশত সভা সমিতি সংঘ গড়ে উঠলো কবিতায়
প্রতিদিন হচ্ছেও অবলীলায়
ভিড়ে যাচ্ছি আমরা দাওয়াতে  দাওয়াত বিহীনে
কবিতার ক্ষেত চাষে চর্বিত চর্বণে, শব্দ বাক্য উপমা অলংকরণে
নেই সেই আহবান  কবিতায়
কবিতাই তাই বার বার খাবি খায়, ঘুমঘোরে, মোহের মূর্ছনায়।


জানি, যে লেখে সেই পাঠ করে সারাক্ষণ, তারসাথে বলি
এসো বুনি শব্দ  সময়ের, এসো শব্দের বীজ বুনে চলি।


নিশ্চয়ই আমরা হেঁটে হেঁটে
কবিতাকে নিয়ে যাবো আরো কিছু পাঠে
বুনেছি শব্দ যখন কবিতার, দেখি না কতটা ফসল ফলে মাঠে।
****************************
টুঙ্গিপাড়া,