কবিতা জানিনা
কেবল দুঃখকে ভাগাভাগি করি
শোকের পোষাকে পার হই শহীদ মিনার
চেয়ে দেখি আবুল হাসান রুদ্র শহীদ ফুল দিয়ে হেঁটে চলে বাংলা ভাষায়
ভরাট গলায় গান গায় আবদুল জব্বার, সালাম সালাম হাজার সালাম


জানিনা কবিতা
নয়ীম গহর লেখে "জন্ম আমার ধন্য হলো মাগো "
বলে দেয় মহাকবি,"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"
আমি শ্রোতা হই, মুগ্ধ হই, পাঠ করি এখনো নজরুল, রবি ঠাকুর কিম্বা হোমার
পাঠ করি প্রান্তরে বুনে দেয়া রোদের ফসল
তবু আমি কবিতা জানিনা
পলাশীর মোড় ধরে দুরন্ত ছুটি
স্লোগান আমার বুকে বাজে তরঙ্গের মতো।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,২১/০২/২১