কিভাবে লিখবো কবিতা!
মনকে আজ কত দেবো জোড়াতালি
কবিতা লিখতে যা কিছুরই প্রয়োজন
এ মুহূর্তে সবকিছু আছে, শোক তাপ জ্বরা দুঃখবিলাস ফুল পাখি আর নদী
প্রেম বিরহের দেবদাস পার্বতী
তবু হয়না কবিতা লেখা কবিতার খাতা খালি।


কবিতা! তোমার অনুর্বর দিন চলে
যত কষ্ট মনের ভেতর, দুঃখ ব্যথা বিয়োগে কাতর
ততই কবিতা ফাঁসে,
মাতমের দিন চোখের সাগরে ভাসে
মনের ভেতরে ভাসাই কষ্ট জ্বালা
আহা! কবিতা!! সন্তাপে আছি তাই
তোমারে সাজাতে কেঁদে চলে অন্তর।


আর তো সহেনা শোক সন্তাপ
জীবনকে আর কতদূর নেবো টেনে !
জীবনের যত আয়োজন ছিল, সব কি ফুরালো
সবকিছু ছেড়ে মাটির গহীন ডাকটা কি দিলো?
এমন মারীর কবল হতে মুক্তি মিলবে কবে
পৃথিবীর আলো বাতাস কি আর নিজের মতই হবে?
একটু ভাবতেই চায় মনে।