কবি, তোমার অস্তিত্ব হারাচ্ছো, নাকি গড়ছো ?
রঙ মহলা ঘর বানিয়ে কোন চোখে নিতে চাও ঠাঁই?


যে চোখে প্রেম নেই, কেবল উষ্ণতার দাবী লেপ্টে থাকে ঠোঁটে ; সে প্রেম কতোটা ভঙ্গুর কতোটা কঠিন!


যে মনে নদীর বহতা নেই, কেবল জল টলমল ; সে মন কতোটা সাহেবি পথিক, কতোটা কাব্যিক?


যে দেহ লজ্জাবতীর অথবা হিরন্ময়
তাকে তুমি কতোটা পারো দিতে, কতোটা নিতে


সোহাগের অস্তিত্ব জুড়ে কবি আর কবিতার ঘর
কাল মহাকালে
কবি, দিও না হামাগুড়ি আর নষ্ট কবিতার অদৃশ্য চাতালে।