অনেককাল ধরে চেষ্টা করলাম
দুঃখকে দূরে ডেকে নিয়ে বলবো, "তুমি না হোমার ছিলে ?  ছিলে আবুল হাসান, রুদ্র শহীদ
অথবা আর জনমের সুখ সন্ধানী।"


দাউদ হায়দার বার্লিনের প্রাচীর ভেংগে নিজেই প্রাচীর, বিলুপ্ত সৃষ্টির কাছে নত হই বলে
জন্মই আমার আজন্ম পাপ
ঝুলে আছে চাঁদ আর আকাশের মাঝখানটায়।
কেবল কাদরী শহীদ ফিরে আসে লাশ হয়ে
অজ্ঞাত কারনে কবিতা ফেরে না
তসলিমা নাসরিন এখনো খাবি খায় চরম নিষেধাজ্ঞায়।


বারমুডায় তোমার ডুবেছে সোনার তরী
ওই শোনো, নোগুচি ডেকে নিয়ে যাচ্ছে সারি সারি
হো চি মিন, মাও সেতুং কিংবা হিরোহিত
কেবল আমাদের দরকার ফাটাকেষ্ট একজন
আর একজন দিব্য চক্ষুর কবিতার চাষী।
****************************