কি এক তাড়িত দহন, অতৃপ্ত মস্তিস্ক ক্ষুধার দায়বদ্ধতা
ভয়ংকর মাদক নেশার থেকেও সুচারু অথচ
কঠিন নেশায় ডুবে কবি সময়ের পাতা উল্টায়
আগামীর ইতিহাস লিখবে বলে।


নিশ্চিন্ত নিরন্তর স্বপ্ন বুননের আকাঙ্ক্ষার কাছে
নতশিরে আসন পেতে, কবি জেগে থাকে।

রাতবাড়ে, সবকিছু ঘুমিয়ে পড়ে
কবি জেগে থাকে
যেন প্রকৃতির পাহারাদার।


নিঃশব্দ, অাঁধারের বসবাসে নামে
কাব্য দহন, অপূর্ব বেদনায় জাগে স্নিগ্ধ আলোর পরশ
ক্ষয়িত মুহূর্ত মুঠোয় করে
কবি প্রসব করে এক একটি কবিতা।
******************************